নেত্রকোনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মার্জিয়া আক্তার নামে এক নারী ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ রোববার ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গোয়ালাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের স্বামী নেত্রকোনা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মামুনুর রশিদ সায়মনসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যাংক কর্মকর্তা বাংলাদেশ ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার এবং গৌরীপুর পৌর শহরের নতুন বাজার মহল্লার মো. আব্দুল মোতালিবের মেয়ে।
জানা যায়, রোববার সকালে স্বামী–স্ত্রী দুজন গৌরীপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নেত্রকোনা কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় শ্যামগঞ্জ গোয়ালাকান্দা এলাকায় পেছন দিক থেকে একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ তিনজন গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মার্জিয়া আক্তার (৩৮) মারা যান।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) একে এম মঞ্জুরুল হক আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘নেত্রকোনাগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে একটি পিকআপ পেছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পিকআপটি আটক করা হয়েছে।’