ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় মাইন উদ্দিন (৩৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার কাঁঠালী রাসেল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার সময় কাঁঠালী রাসেল মিলের সামনে ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক ভ্যানচালক মাইন উদ্দিনকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত মাইন উদ্দিন ভালুকা উপজেলার হাজীর বাজার এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। তিনি টাংগাইল জেলার ঘাটাইল উপজেলার বাসিন্দা।
ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক রিয়াদ মাহমুদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।