Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোনা কারা হেফাজতে মাদক মামলার আসামির মৃত্যু 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা কারা হেফাজতে মাদক মামলার আসামির মৃত্যু 

নেত্রকোনা কারাগারে মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে তাঁকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত আলী আহমেদ খান ওরফে শিপন মিয়া (৩৮) পৌর শহরের কাটলী এলাকার মরতুজ আলীর ছেলে। ২০১৮ সালে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারের পর থেকে শিপন কারাগারে ছিলেন বলে জানিয়েছে কারা পুলিশ। 

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাসমিয়া হোসেন অনন্যা জানান, হাসপাতালে আনার আগেই মারা যান শিপন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। 

কারাগার থেকে শিপন মিয়াকে সদর হাসপাতালে নেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন নেত্রকোনা কারা পুলিশের সদস্য শাহিনুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে বুকে ব্যথা অনুভব করেন শিপন। পরে তাকে কারা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে তিনি মারা যান।’ 

শিপনের ভাই মনোয়ারুল হক সাবুল বলেন, ‘শিপনের মারা যাওয়ার খবর পেয়ে হাসপাতালে যাই। লাশ নেওয়ার জন্য অপেক্ষা করছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ নিয়ে যাব।’

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর