Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোনায় ৩৫ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় ৩৫ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩৫ বোতল ভারতীয় মদসহ মো. আনোয়ার হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মো. রুবেল মিয়া (২০) নামে অপর সহযোগী পালিয়ে যান। আজ সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে আজ সকালে গোপন সংবাদে শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে মদসহ আটক করা হয়। আটক আনোয়ার সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কাপনা গ্রামের বাসিন্দা। আর পালিয়ে যাওয়া রুবেল মিয়াও একই এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, আনোয়ার ও রুবেল সুনামগঞ্জ থেকে মদের বোতলগুলো নিয়ে রাজধানীর উদ্দেশে যাচ্ছিলেন। সুনামগঞ্জ থেকে এসে নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড (ঢাকা বাসস্ট্যান্ড) এলাকায় ঢাকাগামী বাসে ওঠার চেষ্টা করছিল। গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে আনোয়ারকে ৩৫ বোতল মদসহ আটক করা হয়। এ সময় রুবেল কৌশলে দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় ওই দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। দুপুরে আনোয়ারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর পালিয়ে যাওয়া রুবেলকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর

চাঁদাবাজির মামলায় নেত্রকোনায় কৃষক দল নেতা গ্রেপ্তার

ম্যাঙ্গো জুস কারখানায় পাওয়া গেল না কোনো আম

ইউপি চেয়ারম্যান মান্নান কারাগারে