Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ব্যবসায়ী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ব্যবসায়ী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পূর্ব বতিহালা গ্ৰামের ব্যবসায়ী উজ্জ্বল হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩।

সেই সঙ্গে এ মামলা থেকে চারজনকে খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. মনির কামাল এ রায় ঘোষণা করেন। 

আদালত সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের ২৭ মার্চ রাতে ব্যবসায়ী উজ্জ্বল বাড়ি ফেরার পথে চাচা ও চাচাতো ভাইসহ কয়েকজন মিলে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাঁকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার ৩ দিন পর ৩০ মার্চ ধোবাউড়া থানায় নিহতের বড়ভাই কুরদত আলী বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় প্রথমে পুলিশ চার্জশিট দাখিল করে। পরে বাদীপক্ষের আবেদনে সিআইডি ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি ১৪ জনকে আসামি করে চার্জশিট দেয়। মামলার ১৪ আসামির মধ্যে একজন মারা গেছেন। আর বাকি ১৩ আসামির মধ্যে একজন জামিনে থাকলেও বাকি ১২ আসামি কারাগারে আছেন। 

রায়ের বিষয়ে নিহতের বড়ভাই মামলার বাদী কুরদত আলী বলেন, ‘মামলায় আমরা ন্যায়বিচার পেয়েছি।’ 

এ বিষয়ে নিহত উজ্জ্বলের স্ত্রী নাজনীন সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘আমরা ন্যায় বিচার পেয়েছি। এখন দ্রুত রায় বাস্তবায়ন করার অনুরোধ করব। আমার একমাত্র মেয়ে বাবা হারিয়ে আজ সে অসহায়!’ 

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর

চাঁদাবাজির মামলায় নেত্রকোনায় কৃষক দল নেতা গ্রেপ্তার

ম্যাঙ্গো জুস কারখানায় পাওয়া গেল না কোনো আম

ইউপি চেয়ারম্যান মান্নান কারাগারে

চুরি হওয়া ৪০ মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফেরত দিল পুলিশ

মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, মালিকের লাখ টাকা জরিমানা

ব্যাংকের এমডি দুলাভাইয়ের নাম ভাঙিয়ে প্রতারণা, সাজাপ্রাপ্ত শ্যালক জেলে