Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোনায় জাল ভোট দিতে গিয়ে ধরা, নারীসহ দুজনের কারাদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় জাল ভোট দিতে গিয়ে ধরা, নারীসহ দুজনের কারাদণ্ড

নেত্রকোনার মদনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়েন নারীসহ দুজন। পরে তাঁদের প্রত্যেককে দুই বছর করে সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরও দুই মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

আজ রোববার (৭ জানুয়ারি) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওনক জাহান তাকি তাঁদের এই সাজা দেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মদনের নায়েকপুর ইউনিয়নের বাউসা গ্রামের মৃত কাতু মিয়ার ছেলে নূরগণি (৪৫) এবং একই গ্রামের মৃত মস্তফার স্ত্রী শেলী আক্তার (৩৪)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মদনের নায়েকপুর এলাকার একটি কেন্দ্রে জাল ভোট দিতে গেলে ভোট গ্রহণ কর্মকর্তারা হাতেনাতে ধরেন নূরনবী ও সেলিনাকে। পরে তাঁদের সংক্ষিপ্ত বিচারিক আদালতে হাজির করলে বিচারক তাঁদের প্রত্যেকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও দুই মাস করে সশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানোর জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে নৌকা প্রতীকে সাবেক আমলা সাজ্জাদুল হাসানসহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ঘিয়ে ভাজা টক-মিষ্টি জিলাপি

১ হাজার রেখে ঘুষের বাকি টাকা ফেরত দিল পুলিশ

ময়মনসিংহে ধর্ষণবিরোধী মিছিলে বৈষম্যবিরোধীদের হামলা, আহত ৩

গোটালি মাছের কৃত্রিম প্রজননে বিএফআরআই বিজ্ঞানীদের সফলতা

বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে পশুর হাটে হামলা-লুটপাটের অভিযোগ

গফরগাঁওয়ে ‘মাদকাসক্তের’ হামলায় যুবক নিহত

মাদক কারবারের ৭০০ টাকা নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যা

জামালপুরে ৫ বছরের শিশু ধর্ষণ, কিশোরের বিরুদ্ধে মামলা

আওয়ামী আমলের অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে নজরুল বিশ্ববিদ্যালয়

পাঁচ দাবিতে ময়মনসিংহে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ