খালিয়াজুড়ী ও কেন্দুয়া (নেত্রকোনা): বজ্রপাতে নেত্রকোণার খালিয়াজুরীতে তিনজন এবং কেন্দুয়ায় দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো পাঁচজন। আজ মঙ্গলবার দুপুরের দিকে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খেলু ফকিরের ছেলে মো. অছেক মিয়া (৩৫), মৃত. আমির সরকারের ছেলে বিপুল মিয়া (৩২), গাজীপুর ইউনিয়নের বাতুয়াইল গ্রামের মনজুরুল হকের ছেলে মনির হোসেন (২৮), উপজেলার পাউকুড়া ইউনিয়নের বৈরাটি গ্রামের আসন খার ছেলে বায়েজীদ মিয়া (৪২) ও কান্দিউড়া ইউনিয়নের কুন্ডুলী গ্রামের তোরাব আলীর ছেলে ফজলু মিয়া (৫৫)।
আহতরা হলেন- উপজেলার গাজীপুর ইউনিয়নের বাতুয়াইল গ্রামের মামুন মিয়া (৩২), জয়াদ মিয়া (৪২), আতিকুল (৩২), শফিকুল (৩০) ও আবুল মিয়া (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরের পর বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝড় বইতে থাকে। এসময় পৃথক স্থানে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম জানান, বজ্রপাতে প্রত্যেক নিহতের পরিবারকে ১০ হাজার টাকা ও আহতদের পরিবারকে তিন হাজার টাকা করে সহযোগিতা করা হবে।
খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, বজ্রপাতে নিহত ব্যক্তিদের মরদেহ নিয়ে গেছেন স্বজনরা।
কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ সেখানে বজ্রপাতে দুইজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।