Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতা কারাগারে 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতা কারাগারে 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার তাঁকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। পরে বিচারক আগামীকাল মঙ্গলবার শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপপরিদর্শক নাছিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নাছিমা আক্তার বলেন, জেলা গোয়েন্দা পুলিশ নওশেল আহমেদ অনির ১০ দিন রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন জাহান আগামীকাল রিমান্ড শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে গতকাল রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে অনিকে গ্রেপ্তার করে র‍্যাব। বিজ্ঞপ্তিতে র‍্যাব ১৪ জানায়, ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নওশেল আহমেদকে পিস্তল হাতে মিছিলে দেখা গেছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ছাত্রলীগ নেতা নওশেল আহমেদকে পিস্তল হাতে দেখা যায়। ছবি: সংগৃহীতউল্লেখ্য, গত ১৯ জুলাই সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান কলেজছাত্র রেদোয়ান হোসেন সাগর (২৪)। তিনি নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে ও ফুলবাড়িয়া কলেজের সম্মান (অনার্স) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

ওই ঘটনায় গত ২৪ জুলাই কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০–২০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

মোবাইল নম্বর হ্যাক, ইউএনও পরিচয় দিয়ে ১৫০০ টাকা দাবি

হাট ইজারায় কোটি টাকায় সমঝোতা

জনস্বাস্থ্যের প্রকল্পে দুর্নীতি: জামানতের ৫ গুণ বেশি আদায়

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

পাহারাদারকে হত্যা করে গরুর খামারে লুট

টেলিফোন সংযোগ নেই, বিল এল ১৭ হাজার

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক