Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবুসহ ২২ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

জামালপুর প্রতিনিধি

সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবুসহ ২২ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় ২২ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা হয়েছে। নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে হত্যার মূল হোতা সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে দুপুরে মামলাটি দায়ের করেন।

মামলার বাদী মনিরা বলেন, স্বামীর লাশ দাফন-কাফন করতে গিয়ে মামলা দায়ের করতে দেরি হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা মামলা পেয়েছেন বলে স্বীকার করেছেন।

প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজের জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন হামলা করেন।

পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। রাত দেড়টার দিকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন:

মাদক কারবারের ৭০০ টাকা নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যা

জামালপুরে ৫ বছরের শিশু ধর্ষণ, কিশোরের বিরুদ্ধে মামলা

আওয়ামী আমলের অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে নজরুল বিশ্ববিদ্যালয়

পাঁচ দাবিতে ময়মনসিংহে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

জলমহালের মাছ লুট নিয়ে সংঘর্ষ, ধনু নদে ৩ লাশ

আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, আহত ৮

জৈব পদ্ধতিতে করলা চাষে সফল কাজীম উদ্দিন

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

হালুয়াঘাটে ৩০ লাখ টাকার ভারতীয় জিরা ও সাবান জব্দ

একের পর এক আগুন, উজাড় বন