ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার পুলিশের অভিযানে ৯ মাদক ব্যবসায়ীসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১০ লিটার চোলাই মদ, ৬০০ গ্রাম গাঁজা, ৫৪টি ইয়াবা, তিন গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। গতকাল বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোতোয়ালী মডেল থানা।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন জীবন ঋষি, শাহিন মিয়া, সোহেল চৌধুরী, মো. আনোয়ার হোসেন, মো. জাহিদ ওরফে বাবু, মো. রকি মিয়াদের, সজীব, রাকিব হাসান বিপ্লব ও দিপু বসাক।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল বলেন, 'গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর অন্যান্য মামলায় গ্রেপ্তার পাঁচজনসহ মোট ১৪ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।'