ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের নবনির্বাচিত এমপি মাহমুদ হাসান সুমন বলেছেন, ‘যাঁরা এত দিন বিএনপির টাকা খেয়ে আওয়ামী লীগকে নিয়ে ছিনিমিনি খেলেছেন, আমি তাঁদের উদ্দেশে বলছি, আপনাদের এখনো সুযোগ রয়েছে। আসুন, আমরা সম্মিলিতভাবে কাজ করে ঈশ্বরগঞ্জ আওয়ামী লীগকে সুসংগঠিত করি।’
আজ বুধবার ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাঠবাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
মাহমুদ হাসান সুমন বলেন, ‘আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, আমি জননেত্রী শেখ হাসিনার কর্মী। যাঁরা এত দিন বিএনপির টাকা খেয়ে আওয়ামী লীগকে নিয়ে ছিনিমিনি খেলেছেন, আমি তাঁদের উদ্দেশে বলছি, আপনাদের এখনো সুযোগ রয়েছে। আসুন, আমরা সম্মিলিতভাবে কাজ করে ঈশ্বরগঞ্জ আওয়ামী লীগকে সুসংগঠিত করি। আর যদি আপনারা আমাকে সহযোগিতা না করেন, সমস্যা নেই। আমি ঈশ্বরগঞ্জের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করব এবং ঈশ্বরগঞ্জের মানচিত্রে যেন উন্নয়নের চিত্র ফুটে ওঠে, সে লক্ষ্যে কাজ করব।’
উল্লেখ্য, নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মাহমুদ হাসান সুমন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের পরপর দুবারের চেয়ারম্যান ছিলেন। তিনি বর্তমান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দ্বাদশ নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে ঈশ্বরগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী হন।
এদিকে ঈশ্বরগঞ্জ আসনে নৌকা প্রতীকের প্রার্থীকে কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করে লাঙ্গল প্রতীকের প্রার্থী ফখরুল ইমামকে মনোনীত করেন। ওই অবস্থায় লাঙ্গলের পক্ষে এককাট্টা হয়ে কাজ করে উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বৃহৎ একটি অংশ। কিন্তু স্থানীয় জনগণ মাহমুদ হাসান সুমনকে (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী করে।