নেত্রকোনার মোহনগঞ্জে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে একজনকে ঢাকার আশুলিয়া এবং অপরজনকে উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মাঘান গ্রামের মো. আল আমিন (৩৮) এবং একই উপজেলার মাইলোড়া এলাকার মোছা মেহেরুল আক্তার (৪২)।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ঢাকার আশুলিয়ার একটি মাদক মামলায় ২০১৭ সালে আল আমিনকে দেড় বছরের সাজা দেন আদালত। কিন্তু পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আজ রাতে আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অর্থঋণ মামলার সাজাপ্রাপ্ত আসামি মেহেরুল আক্তারকে তাঁর নিজ বাড়ি মাইলোড়া থেকে গ্রেপ্তার করা হয়।