ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রাম থেকে ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ প্রকল্পের ১০ টাকা কেজির ২ হাজার ৫০০ কেজি চাল জব্দ করেছে ফুলপুর থানা-পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় ওই গ্রামের শহিদুল ইসলাম ওরফে শহীদের দোকান থেকে এসব চাল জব্দ করা হয়েছে বলে পুলিশ জানান। আজ মঙ্গলবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অফিস সহকারী রুনা লায়লা বাদী হয়ে এ ব্যাপারে মামলা করেছে বলেও ফুলপুর থানা-পুলিশ জানান।
ফুলপুর উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের শামসুল হকের ছেলে চাল ও ধান ব্যবসায়ী শহিদুল ইসলাম শহিদের দোকান থেকে ২ হাজার ৫০০ কেজি চাল জব্দ করা হয়। পরে এগুলো ফুলপুর থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় শহিদুল ইসলাম পলাতক রয়েছেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রাশেদুল ইসলাম বলেন, আজ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের অফিস সহকারী রুনা লায়লা বাদী হয়ে থানায় মামলা করেছেন। তিনি আরও বলেন, উপজেলায় মোট ডিলার রয়েছেন ৪০ জন আর সিংহেশ্বর ইউনিয়নে আছেন ৫ জন।
মো. রাশেদুল ইসলাম আরও বলেন, এগুলো হলো ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’-এ প্রকল্পের ১০ টাকা কেজির চাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, সরকারি ২ হাজার ৫০০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অফিস সহকারী রুনা লায়লা বাদী হয়ে একজনের নাম উল্লেখসহ ৪ / ৫ জনকে অজ্ঞাত করে মঙ্গলবার এ বিষয়ে মামলা করেছেন। তিনি আরও বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।