Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

শ্বশুরবাড়িতে অপমানিত হয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি। 

শ্বশুরবাড়িতে অপমানিত হয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ

শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়ে বাড়ি ফিরে এক যুবকের আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের গোলকপুর মহল্লায় এ ঘটনা ঘটে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা যুবক রাব্বি (২৫) গোলকপুর মহল্লার মৃত সাইফুল ইসলামের ছেলে।

গৌরীপুর থানা–পুলিশ রাব্বির লাশ উদ্ধার করেছে। 

পরিবারের সূত্রে জানা গেছে, উপজেলার বোকাইনগর ইউনিয়নের মমিনপুর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে রোজিনার সঙ্গে রাব্বির প্রেমের সম্পর্ক ছিল। পরে তাঁরা বিয়ে করেন। রোজিনার পরিবার এ নিয়ে মেনে নেয়নি। আট মাস আগে তাঁদের বিয়ে হয়। ১০ দিন পূর্বে অন্তঃসত্ত্বা রোজিনাকে তাঁর বাবা জামাল উদ্দিন জোরপূর্বক নিয়ে যান। 

ঘটনার দিন রাব্বির ভগ্নিপতি আতাহার রোজিনাকে আনতে গেলে তাঁকে গালাগালিজ করে ফিরিয়ে দেওয়া। পরে রাব্বি স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যান। তাঁকেও মারধর ও অপমান করে তাড়িয়ে দেয়। খবর পেয়ে রাব্বির মা রোজিনাদের বাড়িতে যান। রাব্বির মাকে রোজিনার বাবা মারধর করে হাত ভেঙে দেন। সেই অপমান সইতে না পেরে রাব্বি বাড়ি ফিরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। রাব্বির মা বর্তমানে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন। 

ঘটনার পর থেকে রোজিনাসহ তাঁর বাবার পরিবারের লোকজন পলাতক। 

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর

চাঁদাবাজির মামলায় নেত্রকোনায় কৃষক দল নেতা গ্রেপ্তার

ম্যাঙ্গো জুস কারখানায় পাওয়া গেল না কোনো আম

ইউপি চেয়ারম্যান মান্নান কারাগারে