ময়মনসিংহে ইয়াবাসহ মেহেদি হাসান নাদিম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মেহেদি হাসান নাদিম স্থানীয় দৈনিক জাহানের সাংবাদিক।
গতকাল বুধবার রাতে বলাশপুর ৪ নম্বর আগ্রাকান্দার দৈনিক জাহান পত্রিকা অফিসসংলগ্ন এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মেহেদি হাসান নাদিমকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম বলেন, সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার সময় বলাশপুর আগ্রাকান্দার দৈনিক জাহান পত্রিকা অফিস সংলগ্ন নিজ বাসা থেকে মেহেদী হাসান নাদিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মেহেদি হাসান নাদিম আগেও অস্ত্র ও মাদকসহ একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। সেসব মামলা এখনো চলমান।