ময়মনসিংহের ত্রিশালে বক্তব্য দেওয়ার সময় আব্দুল ওয়াহাব নামে এক ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তাঁতী লীগের এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে যায়।
আব্দুল ওয়াহাব ত্রিশাল উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে তাঁতী লীগের এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। ওই সময় কয়েক মিনিট দাঁড়িয়ে বক্তব্য দেওয়া পর হঠাৎ বুকে হাত দিয়ে চেয়ারে বসে পড়েন। পরে তাৎক্ষণিক মিটিংয়ে উপস্থিত নেতা-কর্মীরা আব্দুল ওয়াহাবকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার যোহর নামাজের পর জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মো. শামসুদ্দিন বলেন, ‘মঙ্গলবার রাতে তাঁতী লীগের এক অনুষ্ঠানে নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত সভায় বক্তব্য রাখছিলেন ওয়াহাব। সভায় বক্তব্য দেওয়ার সময় পরে গিয়ে গিয়ে মারা যান ত্রিশাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব পড়ে যান। তিনি এই সংগঠনের একজন ত্যাগী ও প্রভাবশালী নেতা। একজন সুস্থ মানুষ বক্তব্য দিতে দিতে আকস্মিক মৃত্যুর ঘটনায় উপজেলা আওয়ামী লীগে শোকের ছায়া নেমে এসেছে।’