হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুজন গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী (৩২) ও যুগ্ম সম্পাদক আলমগীর হোসাইন সুমনকে (৩৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, গত ১৯ আগস্ট নেত্রকোনা মডেল থানায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

নেত্রকোনা জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, যে মামলায় গ্রেপ্তারের কথা বলছে পুলিশ, ওই মামলায় তাঁরা দুজন আসামি নন। এ ছাড়া আগের সব মামলায় তাঁরা জামিনে রয়েছেন। বর্তমানে তাঁদের নামে নতুন কোনো মামলা বা ওয়ারেন্ট নেই।

রফিকুল ইসলাম হিলালী আরও বলেন, ওই দুজন রাজপথের সক্রিয় নেতা। তাঁদের গ্রেপ্তার করে সরকার মূলত চলমান আন্দোলনকে ব্যাহত করতে চাইছে। আগামী ১ অক্টোবর বিএনপির রোডমার্চ ব্যাহত করতেই সারা দেশে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এসব করে আন্দোলন প্রতিহত করা যাবে না। অবিলম্বে ওই দুই নেতার নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।

মাদক কারবারের ৭০০ টাকা নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যা

জামালপুরে ৫ বছরের শিশু ধর্ষণ, কিশোরের বিরুদ্ধে মামলা

আওয়ামী আমলের অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে নজরুল বিশ্ববিদ্যালয়

পাঁচ দাবিতে ময়মনসিংহে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

জলমহালের মাছ লুট নিয়ে সংঘর্ষ, ধনু নদে ৩ লাশ

আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, আহত ৮

জৈব পদ্ধতিতে করলা চাষে সফল কাজীম উদ্দিন

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

হালুয়াঘাটে ৩০ লাখ টাকার ভারতীয় জিরা ও সাবান জব্দ

একের পর এক আগুন, উজাড় বন