Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

নজরুলের জয় বাংলা ধারণ করেছিলেন বঙ্গবন্ধু: শিক্ষামন্ত্রী

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

নজরুলের জয় বাংলা ধারণ করেছিলেন বঙ্গবন্ধু: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘জয় বাংলা বলেছিলেন নজরুল, সেই জয় বাংলাকে ধারণ করেছিলেন বঙ্গবন্ধু। এটি হয়ে ওঠে আমাদের অস্ত্রের রণধ্বনি। সেই রণধ্বনি দিয়েই নিরস্ত্র বাঙালি জাতি সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে নিজেদের স্বাধীন করে।’ 

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক কবি। তিনি ছিলেন মানুষের কবি, মানবতার কবি। তিনি ইসলামি সংগীত লিখেছেন আবার শ্যামা সংগীতও লিখেছেন।’ 

আজ শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। 

অনুষ্ঠানে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক মো. নুরুল হুদা। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে দেন ফুলবাড়িয়া উপজেলার সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন, ত্রিশাল উপজেলার সংসদ সদস্য হাফেজ রুহুল আমীন মাদানি, ঈশ্বরগঞ্জ উপজেলার সংসদ সদস্য ফখরুল ইমাম, ভালুকা উপজেলার সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বাংলাদেশ বার কাউন্সিলের রিলিফ কমিটির চেয়ারম্যান মো. জালাল উদ্দিন খান, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার প্রমুখ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর দে, ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামালসহ অনেকে।

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড

নেত্রকোনায় মাছ লুটের মামলায় ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৩

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ ঠেকাতে বিক্ষোভ, ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর

চাঁদাবাজির মামলায় নেত্রকোনায় কৃষক দল নেতা গ্রেপ্তার

ম্যাঙ্গো জুস কারখানায় পাওয়া গেল না কোনো আম

ইউপি চেয়ারম্যান মান্নান কারাগারে

চুরি হওয়া ৪০ মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফেরত দিল পুলিশ

মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, মালিকের লাখ টাকা জরিমানা

ব্যাংকের এমডি দুলাভাইয়ের নাম ভাঙিয়ে প্রতারণা, সাজাপ্রাপ্ত শ্যালক জেলে