ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
এর আগে, এদিন দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল কবি নজরুল অডিটরিয়ামের পাশে মাছের আড়তের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার হরিরামপুর ইউনিয়নের ইমতিয়াজ আলী ছেলে মোফাজ্জল হোসেন (২৮) ও একই এলাকার নাছির উদ্দিনের ছেলে অটোরিকশার চালক হাবিবুর রহমান (৩৫) এবং নাইমের স্ত্রী পপি আক্তার।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, খবর পেয়ে বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে ত্রিশাল থানা–পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।