ময়মনসিংহের ত্রিশালে ফাহিমা আক্তার (১৬) নামের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার দরিরামপুর খাবলাপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ফাহিমা ওই গ্রামের আবদুল হাকিমের মেয়ে। সে স্থানীয় আলী আকবর ভূইয়া বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রেম ঘটিত কারণে ফাহিমাকে তার মা বকা দেন। অভিমানে মঙ্গলবার রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে কান্না করলে স্থানীয়রা ছুটে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, মায়ের সঙ্গে অভিমান করে ওই ছাত্রী আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।