Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

কলেজছাত্র হত্যাকারীদের বিচার দাবিতে সড়ক অবরোধ 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

কলেজছাত্র হত্যাকারীদের বিচার দাবিতে সড়ক অবরোধ 

নান্দাইলে ওয়াজ মাহফিলে কলেজছাত্র নওশাদ আহমেদ বাপ্পী (১৭) হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। 

আজ রোববার দুপুর ১২টার দিকে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। নিহত নওশাদ আহমেদ বাপ্পীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তাঁরা।

শিক্ষার্থীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে কলেজছাত্র নওশাদ আহমেদ বাপ্পীর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে স্লোগান দেন। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত বাপ্পীর বড় ভাই মো.নাসির মিয়া, নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শরিফুল করিম শরীফ, পৌর ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আশিকুল ইসলাম, নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের শিক্ষার্থী মো. রিয়েল,সাজ্জাদ, মেঘনা আক্তার, নুসরাত জাহান ফারিয়া প্রমুখ।

সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের ফলে সড়কের দুই প্রান্তে দুই কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) কর্মকর্তা ওবায়দুর রহমান হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেন। 

তার আগেও ২ ফেব্রুয়ারি একই কলেজের শিক্ষার্থীরা বাপ্পী হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেন। 

নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, ‘গত ১০ দিন আগেও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছিলাম।’

প্রশাসন আশ্বাস দিলেও অনেককে গ্রেপ্তার করতে পারেনি। আজকেও প্রশাসনের আশ্বাসের সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। 

গত ৩০ জানুয়ারি রাতে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের ঈদগাহ মাঠে নূরে মদিনা আল ইসলামীয়া হিফজুল কোরআন মাদ্রাসার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

সেখানে রাত ৯টার দিকে দুর্বৃত্তরা নওশাদ আহমেদ বাপ্পীকে মারধর করে ইট দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে নান্দাইল, পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩১ জানুয়ারি দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত নওশাদ আহমেদ বাপ্পী উপজেলা চণ্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামের মৃত আছির উদ্দিন ভূঁইয়ার ছেলে। সে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

জামালপুরে ৫ বছরের শিশু ধর্ষণ, কিশোরের বিরুদ্ধে মামলা

আওয়ামী আমলের অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে নজরুল বিশ্ববিদ্যালয়

পাঁচ দাবিতে ময়মনসিংহে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

জলমহালের মাছ লুট নিয়ে সংঘর্ষ, ধনু নদে ৩ লাশ

আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, আহত ৮

জৈব পদ্ধতিতে করলা চাষে সফল কাজীম উদ্দিন

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

হালুয়াঘাটে ৩০ লাখ টাকার ভারতীয় জিরা ও সাবান জব্দ

একের পর এক আগুন, উজাড় বন

আ.লীগ ঘুরে শিক্ষক আবুল ফের বিএনপিতে