ময়মনসিংহের ত্রিশালে গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার রাত পৌনে ৮টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বইন্যার ব্রিজ এলাকায় ত্রিশাল-নান্দাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম বলেন, ‘মোটরসাইকেল যোগে দুইজন কোথাও যাচ্ছিলেন। হয়তোবা কোনো গাড়ির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সড়কের ওপর মোটরসাইকেলটি পড়েছিল। তাই বোঝা যাচ্ছে না আরোহীরা কোন দিকে যাচ্ছিলেন। মরদেহ দুটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, ‘কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো আমরা জানতে পারিনি। মরদেহ দুটি থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। নিহতদের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর।’