হোম > সারা দেশ > রাজশাহী

৭২ দিন পর কবর থেকে তোলা হলো আন্দোলনে নিহত ছাত্রের লাশ

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ৭২ দিন পর শিক্ষার্থী সাব্বির হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। আজ বুধবার দুপুর ১টার দিকে আদালতের নির্দেশে গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলীহাটা মধ্যপাড়া গ্রামের কবরস্থান থেকে তাঁর লাশ তোলা হয়। 

নিহত সাব্বির হোসেন (১৪) তেলিহাটা মধ্যপাড়া এলাকায় শাহিন আলমের ছেলে। সে সুখানপুকুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। 
 
জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্থানীয়দের সঙ্গে আনন্দ মিছিলে অংশ নেয় সাব্বির। মিছিল শেষে বাড়ি ফেরার পথে সোনাতলা উপজেলার শিহিপুর এলাকায় পৌঁছালে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সাব্বিরের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করেছিল পরিবার। 

 ১৫ আগস্ট সাব্বিরের বাবা শাহিন আমল বাদী হয়ে সোনাতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সারিয়াকান্দি-সোনাতলা আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নান ও সোনাতলা উপজেলার সাবেক চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটনসহ ২০ জনকে আসামি করা হয়। 

লাশ তোলার সময় উপস্থিত ছিলেন—জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহমা ও সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবী। ময়নাতদন্ত শেষে তাঁদের তত্ত্বাবধানেই লাশ ফের দাফন করা হবে। 

সোনাতলা ওসি মিলাদুন্নবী বলেন, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করেছিল পরিবার। তদন্তের স্বার্থে ২৮ আগস্ট লাশটি ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন