Ajker Patrika

নাটোরে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক, দোকানপাট বন্ধ

নাটোর প্রতিনিধি 
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৩: ২৪
দোকানপাট বন্ধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
দোকানপাট বন্ধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, হত্যা, মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ ও ফিলিস্তিনের সমর্থনে নাটোরে সর্বাত্মক গ্লোবাল স্ট্রাইক কর্মসূচি পালন করছেন সর্বস্তরের মানুষ। এরই অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে একাত্মতা প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাটোর স্বার্থরক্ষা কমিটি, ইসলামী ছাত্রশিবির, জেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদসহ অন্যান্য দলের নেতারা উপস্থিত ছিলেন।

আজ সোমবার বেলা ১১টার দিকে নাটোরের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে প্রেসক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়েতের আমির অধ্যাপক ইউনুস আলী, হেফাজতে ইসলামী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান, নাগরিক পার্টির সদস্য তৌফিক হাসান, নাটোর স্বার্থরক্ষা কমিটির সদস্যসচিব শেখ রিফাদ মাহামুদসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, ‘ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে বিচার করতে হবে। আমরা যদি এখন থেকেই সচেতন না হই, এই হামলার প্রতিবাদ না করি, তাহলে আমরাও হামলার শিকার হব। আমাদের ইসরায়েল পণ্য বর্জন করতে হবে এবং তাদের সঙ্গে সব প্রকার আমদানি-রপ্তানি সরকারকে বন্ধ করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত