Ajker Patrika

সিরাজগঞ্জ থেকে অপহরণ করে যশোরে বিক্রি হওয়া শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি  
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৭: ০০
আজ দিঘী মনিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ছবি: আজকের পত্রিকা
আজ দিঘী মনিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অপহরণের পর বিক্রি করে দেওয়া শিশু দিঘী মনিকে (৮ মাস) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত দিঘী মনিকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গতকাল রোববার রাতে যশোরের তালবাড়িয়া গ্রামের সামিউল ইসলামের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া জেলার ধুনট উপজেলার চরখাদুলী গ্রামের গোলদার শেখের ছেলে কালাম শেখ (৪০) ও একই থানার কুড়িগাতী গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৪)।

বিষয়টি নিশ্চিত করে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অপহৃত দিঘী মনির পরিবার রায়গঞ্জ উপজেলার রনতিথা গ্রামে বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থাকত। গ্রেপ্তার কালাম শেখ শিশুটির মায়ের পূর্বপরিচিত। তাঁরা একই সঙ্গে ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। পরিচিত হওয়ার সুবাদে কালাম শেখ গত ৩০ মার্চ শিশু দিঘী মনির বাড়িতে আসেন। মা মরিয়ম খাতুনকে মাঠা পান করিয়ে দিঘী মনিকে অপহরণ করে নিয়ে যান।

এ ঘটনায় কালাম শেখকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা করেন শিশুটির মা। শিশুটিকে উদ্ধার ও অপহরণে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন একটি টিম গঠন করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘটনায় জড়িত অপহরণকারী কালাম শেখকে ৪ এপ্রিল রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৫ এপ্রিল রায়গঞ্জ থেকে হারুন অর রশিদকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, যশোর জেলায় শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে।

৮০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছিল বলে ওসি জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত