দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ রোববার সকালে নওগাঁর নিয়ামতপুরে তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে ভোটকেন্দ্রগুলোতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে।
রোববার সকালে উপজেলার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, কোনো কোনো ভোটার ভোট দেওয়ার নির্ধারিত সময়, অর্থাৎ সকাল ৮টার আগেই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে গেছেন। উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিয়া শ্রেঠি নামের এক ভোটার বলেন, ‘অনেক বাধা আসবে এমন কথা মানুষের মুখে মুখে শুনেছিলাম। কিন্তু বাস্তবে তার কিছুই নেই। উৎসবমুখর পরিবেশে পরিবারের সবাই মিলে ভোট দিতে এসেছি।’
নুর আমিন নামের এক ভোটার বলেন, আনন্দ করে ভোট দিলাম। ভোটকেন্দ্রে কোনো সমস্যা নেই। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ রোববার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।