পাবনা প্রতিনিধি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আওয়াল কবির জয়কে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার রেজিস্ট্রার অফিসের এক আদেশে এ কথা জানানো হয়।
আদেশে বলা হয়েছে, ড. মো. আওয়াল কবির, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গত ৭ নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত, বিভাগীয় আদেশ অমান্যকরণ ও মিথ্যা তথ্য প্রদান করে ভার্চুয়াল ক্লাসের অনুমতি গ্রহণের কারণে অসংগত আচরণ, ঊর্ধ্বতন কর্মকর্তার আইনসংগত আদেশ অমান্যকরণ, কর্তব্যে অবহেলা প্রদর্শনজনিত কার্য সংঘটন ও পলায়নের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
তাঁর এহেন আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর বিধি ৩(খ)(গ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর বিধি ১২(১) অনুযায়ী অভিযুক্তকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা সমীচীন মর্মে বিবেচিত হওয়ায় এতদ্বারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে ড. মো. আওয়াল কবিরকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়াল কবির জয় বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। এ সময় তিনি তৎকালীন প্রশাসনের কাছে অনুমতি নিয়ে তিন মাসের জন্য অনলাইনে ক্লাস নেন।
নতুন প্রশাসন আসার পরে অনলাইনে ক্লাস নেওয়ার অনুমতি চাইলে সেটা দেওয়া হয়নি। ৭ নভেম্বর থেকে তিনি অলিখিতভাবে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। তাঁকে কর্মস্থলে আসার জন্য প্রশাসন থেকে বলা হলেও তিনি আদেশ অমান্য করে ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থাকেন।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আওয়াল কবির জয়কে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার রেজিস্ট্রার অফিসের এক আদেশে এ কথা জানানো হয়।
আদেশে বলা হয়েছে, ড. মো. আওয়াল কবির, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গত ৭ নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত, বিভাগীয় আদেশ অমান্যকরণ ও মিথ্যা তথ্য প্রদান করে ভার্চুয়াল ক্লাসের অনুমতি গ্রহণের কারণে অসংগত আচরণ, ঊর্ধ্বতন কর্মকর্তার আইনসংগত আদেশ অমান্যকরণ, কর্তব্যে অবহেলা প্রদর্শনজনিত কার্য সংঘটন ও পলায়নের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
তাঁর এহেন আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর বিধি ৩(খ)(গ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর বিধি ১২(১) অনুযায়ী অভিযুক্তকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা সমীচীন মর্মে বিবেচিত হওয়ায় এতদ্বারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে ড. মো. আওয়াল কবিরকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়াল কবির জয় বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। এ সময় তিনি তৎকালীন প্রশাসনের কাছে অনুমতি নিয়ে তিন মাসের জন্য অনলাইনে ক্লাস নেন।
নতুন প্রশাসন আসার পরে অনলাইনে ক্লাস নেওয়ার অনুমতি চাইলে সেটা দেওয়া হয়নি। ৭ নভেম্বর থেকে তিনি অলিখিতভাবে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। তাঁকে কর্মস্থলে আসার জন্য প্রশাসন থেকে বলা হলেও তিনি আদেশ অমান্য করে ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থাকেন।
পরীক্ষা দিতে এসে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে আটক হয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। এরপর তাঁকে থানা-পুলিশে সোপর্দ করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। আজ রোববার ইনস্টিটিউট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেছেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। আজ রোববার নগরীর একটি কনভেনশন সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৫ মিনিট আগেবরগুনায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ এবং তার বাবা মামলার বাদীকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
১৪ মিনিট আগেঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী হেজাজ বিন আলম ওরফে এজাজের মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে মৃত্যুর আগে এজাজ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ফাহিম আহম্মেদ নামে ভর্তি ছিলেন। এমনকি কাগজপত্রে তিনি তাঁর বাবার নাম-ঠিকানাও দিয়েছিলেন ভুল।
১ ঘণ্টা আগে