নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হলুদঘর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু আব্দুল্লাহ হলুদঘর গ্রামের সোহেল রানার ছেলে। আব্দুল্লাহর মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
স্থানীয়রা জানান, আজ সকালে আব্দুল্লাহ বাড়ির আঙিনায় খেলা করার সময় নিখোঁজ হয়। বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।