Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ফোন চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ফোন চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা

বগুড়ায় মোবাইল ফোন চুরির অভিযোগে সাওয়াল (২৫) নামের এক যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় একই পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সকালে মারধরের পর রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাওয়াল মারা যান। তিনি বগুড়া শহরতলির ছোট কুমিড়া পশ্চিমপাড়ার আজিজুল হকের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, একই এলাকার রেজাউল নামের এক ব্যক্তির বাসা থেকে কয়েক দিন আগে একটি মোবাইল ফোন চুরি হয়। ফোন চুরির অভিযোগে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাওয়ালকে বাড়ি থেকে ডেকে নেন রেজাউল।

পরে বাড়ির পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখে রেজাউল, তাঁর স্ত্রী ও মেয়ে মিলে সাওয়ালকে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে সাওয়াল মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় রাতেই রেজাউল, তাঁর স্ত্রী সানু ও মেয়ে আশাকে আটক করা হয়েছে। নিহত সাওয়ালের বাবা আজিজুল হক আটক তিনজনসহ পাঁচজনের নামে থানায় মামলা করেছেন।

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আ.লীগ নেতা

প্রতারণার মামলায় সাবেক নারী ভাইস চেয়ারম্যান কারাগারে

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি: সচিবালয়ের সামনে অনশনের ঘোষণা রাবির ২ শিক্ষার্থীর

বগুড়ায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

সেচ দিতে গিয়ে ফেরেননি কৃষক, জমিতে মিলল ‘মগজ’

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি

সাঁথিয়ায় ককটেল-পেট্রলবোমা জব্দ, বিস্ফোরণে আহত যুবক

নাটোরে ভুট্টাখেত থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

বোমা বানানোর সময় বিষ্ফোরণে যুবক আহত, তাজা ককটেল-বোমা উদ্ধার

জেল সুপারের মানবিকতায় কারাগার থেকে নিজ দেশে ফিরলেন নেপালি যুবক