Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাসদের মিছিল-সমাবেশ

বগুড়া প্রতিনিধি

তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাসদের মিছিল-সমাবেশ

তিস্তাসহ ৫৪টি অভিন্ন আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বগুড়ায় সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ সোমবার দুপুরে শহরের সাতমাথা চত্বরে সমাবেশ শেষে মিছিল বের করা হয়।

বাসদের উদ্যোগে তিস্তা অভিমুখে রোডমার্চ বগুড়ায় পৌঁছার পর এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভারত সরকার আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে ভাটির দেশ বাংলাদেশের ন্যূনতম স্বার্থ বিবেচনা না করে একের পর এক নদীর পানি প্রত্যাহার করছে। বাংলাদেশ সরকারের উচিত আন্তর্জাতিক সমস্ত ফোরামে বিষয়টি উপস্থাপন করা। কিন্তু সে ধরনের কোনো পদক্ষেপ আজও পরিলক্ষিত হচ্ছে না। ভারতের পানি আগ্রাসন, নদী দূষণ ও দখলদারদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

বাসদ বগুড়া জেলা সদস্যসচিব দিলরুবা নূরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য নিখিল দাস, সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক নব কুমার কর্মকার, নওগাঁ জেলা আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল, রাজশাহী জেলা আহ্বায়ক আলফাজ হোসেন, নাটোর জেলা আহ্বায়ক দেবাশীষ রায়, বাসদ নেতা সাইফুজ্জামান টুটুল প্রমুখ।

অংশীদারত্ব নিয়েই গাছ কাটা শুরু করেছে প্রাণ

পাবনায় পূর্ববিরোধের জেরে যুবক খুন

বারিন্দ মেডিকেলে সমন্বয়কেরা অবরুদ্ধ: শিক্ষক-সাংবাদিকসহ ৯ জনকে আইনি নোটিশ

রাজশাহীতে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে তিন মোটরসাইকেল আরোহী নিহত

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আ.লীগ নেতা

প্রতারণার মামলায় সাবেক নারী ভাইস চেয়ারম্যান কারাগারে

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি: সচিবালয়ের সামনে অনশনের ঘোষণা রাবির ২ শিক্ষার্থীর

বগুড়ায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

সেচ দিতে গিয়ে ফেরেননি কৃষক, জমিতে মিলল ‘মগজ’

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি