রাজশাহীর বাগমারায় ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে বটগাছের সঙ্গে ধাক্কা লেগে মিঠুন হোসেন (১৫) সামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
মিঠুন হোসেন বাগমারা উপজেলার লাউপাড়া গ্রামের সাহাদ আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, ঈদের দিন বিকেলে মিঠুন দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। মোটরসাইকেলটি চালাচ্ছিল মিঠুন। মোহনগঞ্জ-শ্রীপুর সড়কের গোয়ালকান্দা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বটগাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনজন আহত হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে গতকাল রোববার মারা যায় মিঠুন।
রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত কিশোরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।