Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় প্রেমিকাকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় প্রেমিকাকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্ত হাবিবর রহমান। ছবি: সংগৃহীত

বগুড়ায় প্রেমিকা জয়তারা বেগমকে হত্যার দায়ে আসামি হাবিবর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবির এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হবিবর রহমান মন্ডল বগুড়ার সোনাতলা উপজেলার রাখালগাছি গ্রামের মৃত তোফাজ্জল মন্ডলের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল বাছেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল বাছেদ জানান, গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুরহাট গ্রামের আজিবর রহমানের মেয়ে জয়তারা বেগমের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। পরে তিনি বাবার বাড়িতে দরজির কাজ শুরু করেন। এর মধ্যে হবিবরের দুই স্ত্রী থাকার পরেও জয়তারার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন।

২০২০ সালের ১৭ জানুয়ারি রাতে প্রেমিক হবিবর জয়তারা বেগমকে সোনাতলা স্টেশনে ডেকে আনেন। সেখান থেকে জয়তারাকে হবিবর তাঁর বাড়িতে নিয়ে যান। সেখান গেলে দুই স্ত্রীর সঙ্গে জয়তারার ঝগড়া হয়। একপর্যায়ে হবিবর জয়তারাকে মাঠে ডেকে নিয়ে যান এবং গলা টিপে হত্যা করে মরদেহ ওই মাঠেই ফেলে রেখে পালিয়ে যান।

এ ঘটনার দুই দিন পর পুলিশ জয়তারার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় হত্যার শিকার জয়তারার বড় ভাই দুলু ব্যাপারী মামলা দায়ের করলে সেই মামলায় গ্রেপ্তার হাবিবর রহমান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ পাঁচ বছর পর এই মামলার রায় ঘোষণা করেন আদালত।

সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

বিএনপির কেন্দ্রীয় তিন নেতাকে চিঠি দিয়ে সতর্ক করল রাজশাহী মহানগর কমিটি

রাজশাহীতে ট্রলিচাপায় প্রাণ গেল বৃদ্ধার

প্রাইভেট কারের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে দুজন নিহত

গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

বিএনপি নেতার বিরুদ্ধে থানায় হামলার অভিযোগ, পুলিশসহ আহত ৭

বগুড়ায় শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল স্বাভাবিক

নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

শ্রমিকনেতাদের ওপর হামলার প্রতিবাদে বগুড়া থেকে পরিবহন চলাচল বন্ধ

ভিজিএফ কার্ড ভাগ করে নিল বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধীরা