রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ৪৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে নমুনা পরীক্ষায় তাঁরা শনাক্ত হয়েছেন। রাজশাহী বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. নাজমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. নাজমা আক্তার বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ১৫৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪ জন, বগুড়ায় ১৩৭ জন, নওগাঁয় ৪১ জন, নাটোরে ১৯ জন, জয়পুরহাটে ৯ জন, সিরাজগঞ্জে ৩০ জন এবং পাবনায় ৭২ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
ডা. নাজমা আক্তার আরও বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৭৩ জন।
অন্যদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তিনি করোনা পজিটিভ ছিলেন বলে হাসপাতালের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন তিনজন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন সাতজন। আজ সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ৪৩ জন।
আগের দিন বুধবার জেলার ৩৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৪৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। নমুনা পরীক্ষার বিপরীতে করোনার সংক্রমণ ৪০ দশমিক ১৬ শতাংশ।