বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের হত্যাচেষ্টা, ভয়ভীতি ও বোমা বিস্ফোরণে ঘটনায় তিন মামলায় ঠাকুরগাঁও জেলা পরিষদের সাবেক সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরের জামিন কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান এই নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের কোর্ট পরিদর্শক আব্দুল ওয়াহেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক বাবুল হোসেন আদালতে আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
আদালত সূত্রে জানা গেছে, আসামি পক্ষে আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ৩ নভেম্বর রিমান্ড ও জামিন শুনানির দিন ধার্য করেন।
গত শনিবার রাতে ঢাকার হাজারিবাগ থেকে দেবাশীষ দত্ত সমীরকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, গত ৫ আগস্টের পর এখন পর্যন্ত আসামি দেবাশীষ দত্ত সমীরের বিরুদ্ধে চারটি মামলা হয়েছে।