জিনিসপত্রের দাম কমানোসহ মজুরদের কাজ ও খাদ্যের নিশ্চয়তার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন জেলা শাখার উদ্যোগে শহরে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে ১ নম্বর রেলগেটে সমাবেশ হয়। এতে আয়োজক সংগঠনের সদর উপজেলা সভাপতি গোলাম সাদেক লেবু সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক ও সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসানুল হাবিব সাঈদ, সদর উপজেলার সাধারণ সম্পাদক মাহাবুর রহমান খোকা প্রমুখ।
বক্তারা বলেন, দেশের ৮০ ভাগ মানুষ কৃষির সঙ্গে যুক্ত। কিন্তু ৫২ বছরের শাসন এ দেশের কৃষি ও কৃষককে ধ্বংস করে দিয়ে কৃষকদের দিনমজুর ও ভূমিহীনে পরিণত করেছে। তাই দেশকে রক্ষা করতে হলে কৃষি ও কৃষকদের রক্ষা করতে হবে।
বক্তারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, ১০ টাকা কেজিতে ওএমএসের চাল বিক্রি, শহরে পর্যাপ্ত পরিমাণে টিসিবির কার্যক্রম সারা বছর চালু রাখা ও রেশনের দাবি জানান।
এ ছাড়া ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সরকারি উদ্যোগে ক্রয়কেন্দ্র খোলা, ইউনিয়নে খাদ্যগুদাম ও জেলায় হিমাগার নির্মাণ, কৃষিঋণ মওকুফ, সার্টিফিকেট মামলা প্রত্যাহার, বিনা সুদে সহজশর্তে ঋণদান, এনজিও ও মহাজনি ঋণের জুলুম আইন করে নিষিদ্ধ করার দাবি তোলা হয়।