Ajker Patrika

ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি। ছবি: আজকের পত্রিকা
ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁও জেলা কারাগারে বন্দীদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ও কারারক্ষীদের দুর্ব্যবহারে দর্শনার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আজ বুধবার বেলা ১১টার দিকে কারাগারের প্রধান ফটকে আসেন ইউসুফ আলী (৬৮)। তিনি জানান, তাঁর ছেলে একটি মামলায় কারাগারে রয়েছেন। ছেলের খোঁজ নিতে এসে তিনি সীমাহীন হয়রানির শিকার হয়েছেন। কারারক্ষীদের দুর্ব্যবহার সহ্যসহ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাঁকে।

বাবার সঙ্গে দেখা করতে আসা মো. সাজু নামের এক যুবক একই অভিযোগ করেন। তিনি বলেন, মোবাইল ফোন নিয়ে এসেছেন, এই অজুহাতে তাঁকে কারাগারের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কথাগুলো বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

একই সময় স্বামীকে দেখতে আসা রেখা বেগম নামের এক নারীও কান্নায় ভেঙে পড়েন। প্রায় ৭০ কিলোমিটার দূর থেকে স্বামীর সঙ্গে দেখা করতে এসেছেন তিনি। কিন্তু কারারক্ষীরা তাঁকে ভেতরে ঢুকতে দেননি। কারণ হিসেবে তাঁরা মোবাইল ফোন নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞার কথা জানান।

রেখা বেগম বলেন, ‘এই শহরে তো আমার পরিচিত কেউ নেই। তাহলে ফোনটা রাখব কোথায়?’ এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি কারারক্ষী মামুন সরকার। তিনি বলেন, ‘আমি স্যারের নির্দেশ পালন করছি।’

সদ্য কারামুক্ত সোহেল সাহা বলেন, ‘কারাগারের ভোগান্তির বর্ণনা বলে শেষ করা যাবে না। নিম্নমানের খাবার, কারারক্ষীদের দুর্ব্যবহারে সেখানে কান্না ছাড়া কোনো উপায় থাকে না।’

এ বিষয়ে কারাগারের জেলার শাহারিয়ার আলম চৌধুরী বলেন, জেলকোড অনুযায়ী দর্শনার্থীদের মোবাইল ফোন বহন করা নিষেধ নয়, কিন্তু এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে নিষেধ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক

৭ কোটির খরচ ২৫ কোটি দেখিয়েছে বিসিবি

বাংলাদেশিদের জীবন ধ্বংসকারী সমস্যা মোকাবিলায় গণতন্ত্র-নির্বাচন গুরুত্বপূর্ণ: যুক্তরাষ্ট্র

ক্রসফায়ারের হুমকি দিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডি কর্মকর্তা: সংবাদ সম্মেলনে অভিযোগ

জাতিসংঘে চিঠি লিখলেন মুঘল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত