Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

হত্যা মামলায় সাবেক এমপি সুজনের রিমান্ড নামঞ্জুর

ঠাকুরগাঁও প্রতিনিধি

হত্যা মামলায় সাবেক এমপি সুজনের রিমান্ড নামঞ্জুর

হত্যা মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহার ইসলাম সুজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগা রিমান্ড নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

ঠাকুরগাঁও আদালতের কোর্ট পরিদর্শক আব্দুল ওয়াহেদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে সাবেক সংসদ সদস্য সুজনকে সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির করে পুলিশ। এ সময় সদর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাঁকে পাঁচ দিন দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট ফজলে আলমের ছেলে আবু রায়হানসহ চারজনকে মামলার আসামি পৌরসভার সাবেক কাউন্সিল একরামুদৌল্লার ছিট চিলারং এলাকার বাড়িতে ঘরের মধ্যে আটকিয়ে রেখে আগুনে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে নির্দেশদাতা হিসেবে আসামি করে হত্যা মামলা করা হয়। ফজলে আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

এর আগে গত ১১ সেপ্টেম্বর মাজহার ইসলাম সুজনকে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাঁর বিরুদ্ধে হাবিবুল ইসলাম বাবলু ভূমি দখলের অভিযোগে একটি মামলা ও ফজলে আলম নামে আরেক ব্যক্তি হত্যা মামলা দায়ের করেন।

সিংড়া শালবনে আগুন, পুড়ে গেছে ৭ হেক্টর জমির বেতগাছ

বিরামপুরে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ১

চার দিন ধরে অনশনে বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

পীরগঞ্জে আগুনে পুড়ল ৯ বাড়ি

৩ বছর পর পরাজিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

অস্ত্রের ছবি পোস্ট করা ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

শক দিয়ে মাছ শিকার জলজ প্রাণীর ক্ষতি

তিস্তায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, বিপাকে জেলেরা

সেই মেলার মাঠে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও

কলেজের অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগ নেতাকে আমন্ত্রণ জানানোয় খাবার বর্জন