Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

আইনজীবীকে অপহরণের পর মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪ 

ঠাকুরগাঁও প্রতিনিধি

আইনজীবীকে অপহরণের পর মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪ 

ঠাকুরগাঁওয়ে সমশের আলী (৩৭) নামে এক আইনজীবীকে অপহরণের মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার গ্রেপ্তারদের ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—সদর উপজেলার শাসলা পিয়ালা (মধ্যপাড়া) গ্রামের জুয়েল ইসলাম (২৫), একই গ্রামের রফিকুল ইসলাম (৪৩), মকবুল হোসেন (৪৮) ও শাসলা পিয়ালা (ধনিপাড়া) গ্রামের আব্দুস সাত্তার (৩২)।

মামলার এজাহারে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি সমেশর আলী পৌর শহরের মুন্সিপাড়ার বাসা থেকে দুধ কেনার উদ্দেশ্যে সদর উপজেলার কালিতলা বাজারে যান। সেখানে অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে তিনি সমশের কিনা জানতে চান। নাম সমশের বলা মাত্রই পাশেই দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে উঠতে বলেন। তিনি মাইক্রোবাসে উঠতে না চাইলে তাকে মারপিট করে মুখে গামছা বেঁধে আসামিরা ওই মাইক্রোবাসে উঠিয়ে আরও মারপিট করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়।

একপর্যায়ে কিছু দূর গিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে দ্বিতীয় দফায় মাইক্রো থেকে নামিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে নিয়ে থামে। এ সময় আসামিরা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে নগদ ২ লাখ টাকা চাঁদা দাবি করে।

আসামিদের সমশের বলতে শোনে, তাকে খুন করা বাবদ যে টাকা চুক্তি হয়েছে সেটি ও সই করা ফাঁকা স্ট্যাম্পগুলো নিয়ে মাটিগাড়া গুঞ্জরগড় চলে আসো। গুঞ্জরগড়ে নিয়ে সেখানে একটি সরিষা খেতে সমশেরের মাথায় পিস্তল ঠেকিয়ে জোর করে পাঁচটি ১০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে সই করে নেয়। আশপাশের লোকজন টের পেয়েছে ভেবে আসামিরা সমশেরকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গতকাল ওই আইনজীবী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, মামলার পর চার আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার বিষয়ে তদন্ত চলছে।

‘ইউএনও–ডিসিকে সামলাতে হচ্ছে’ বলে চাঁদা দাবি করা বৈষম্যবিরোধী নেতাকে অব্যাহতি

ঠিকাদারের কাছে ৬% ঘুষ চাইলেন প্রকৌশলী

কাটা মাথা মিলল ৭ কিমি দূরে, সতিন গ্রেপ্তার

বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাংলাদেশি যুবককে মেরে লাশ নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৮

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সেই ‘বড় ভাই’ আটক

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক