Ajker Patrika

বাংলাদেশি যুবককে মেরে লাশ নিয়ে গেল বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি 
পঞ্চগড় সদরে আল আমিনের বাড়িতে স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছবি: আজকের পত্রিকা
পঞ্চগড় সদরে আল আমিনের বাড়িতে স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড় সদরের ভিতরগড় সীমান্তের সুইডাঙ্গা এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম আল আমিন (৩৬)। তিনি পঞ্চগড় সদর উপজেলার হরিভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজ ভোরে আল আমিনসহ কয়েকজন যুবক সীমান্তে গরু আনতে যান। তাঁরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফের ভাটপাড়া ক্যাম্পের টহলরত সদস্যরা গুলি করেন। এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও আল আমিন গুলিতে নিহত হন। পরে বিএসএফ তাঁর লাশ নিয়ে যায়।

বিজিবি কর্মকর্তা বদরুদ্দোজা বলেন, বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরতের আহ্বান জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত