দুর্গাপূজা উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করা হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১টা থেকে কার্যক্রম শুরু হয়েছে।
জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর থেকে গতকাল শুক্রবার পর্যন্ত টানা আট দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। ছুটি শেষে আজ দুপুর পৌনে ১টা থেকে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করা হয়েছে। তবে ছুটির রেশ পুরোপুরি না কাটায় বন্দরটি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, আজ ছুটি শেষ হওয়ায় দুপুর পৌনে ১টা থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করা হয়েছে। ভারতের অভ্যন্তরে আমদানি-রপ্তানির প্রধান সড়কগুলোতে প্রতিমা প্যান্ডেল ও আলোকসজ্জা করার কারণে এবং আমদানি-রপ্তানির বিকল্প সড়ক না থাকায় ভারতীয় ব্যবসায়ীরা আট দিনের জন্য কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিলেন। তাই আট দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। আজ ছুটি শেষ হওয়ায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করা হয়েছে।