Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

দেশের অর্থনীতি দিনকে দিন ভঙ্গুর হয়ে যাচ্ছে: রংপুরে জি এম কাদের

রংপুর প্রতিনিধি

দেশের অর্থনীতি দিনকে দিন ভঙ্গুর হয়ে যাচ্ছে: রংপুরে জি এম কাদের

সংসদের বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে জীবিকা নির্বাহ করা। আমরা প্রথম থেকেই বলছি এটাই সরকারের বড় চ্যালেঞ্জ। এটা যদি তারা (সরকার) সঠিকভাবে করতে না পারে, তাহলে দেশের মানুষ তাদের সামনের দিনে হয়তো এতটুকু সুখে থাকতে না-ও দিতে পারে। দেশের অর্থনৈতিক অবস্থা দিনকে দিন ভঙ্গুর হয়ে যাচ্ছে। এটা দেশের জন্য মঙ্গলজনক নয়।’
 
আজ বৃহস্পতিবার রংপুর নগরীর দর্শনা পল্লিনিবাসে জাতীয় পার্টির প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 
 
জি এম কাদের বলেন, ‘এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা চোখে পড়ছে না। তবে ভেতরে-ভেতরে একটা অস্থিরতা নিশ্চয়ই আছে। স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝতে পারছি, সেটা হলো, দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়ছে। এটার জন্য কোনো রকম কোনো ব্যবস্থাই কাজ করছে না। সাধারণ মানুষের আয় কমে গেছে, সেই হিসাবে জিনিসপত্রের দাম বাড়ছে।’ 
 
সংসদ অধিবেশনের বক্তব্য প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, ‘প্রথম সংসদ অধিবেশনে আমি অসন্তুষ্টির কিছু বলিনি। সংসদে বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে স্পিকারের কাছে আমাদের প্রত্যাশার কথা জানিয়েছি, যুক্তি দিয়েছি। এখন অনেকে বলছেন, এটা বলার রেওয়াজ ছিল না। আমি বলি, রেওয়াজ মানুষের তৈরি। নতুন রেওয়াজ তৈরির জন্য মানুষই রেওয়াজ ভাঙে। রেওয়াজ কোনো আইন নয়, আইন হলেও তা পরিবর্তন করা যায়। সংসদে আমি কোনো অসাংবিধানিক বক্তব্য দিইনি।’ 
 
দল গোছানো নিয়ে জি এম কাদের বলেন, ‘প্রায় ৩৫ বছর আমরা ক্ষমতার বাইরে। ৩০০ আসনে সর্বশেষ আমরা নির্বাচন করেছি ২০০১ সালে। সেখানে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। সেখানে আমাদের আসনসংখ্যা ছিল ১৪টি। আমরা ১১টি হয়েছি ৩৫ বছর ক্ষমতার বাইরে থাকার পরে। আমাদের বর্তমান অবস্থা অনুযায়ী দলে বিরাট ধস নেমেছে, তা আমি মনে করছি না।’ 
 
এ সময় হাফিজ উদ্দিন আহমেদ এমপি, এ কে এম মোস্তাফিজুর রহমান এমপি, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, জেলা যুব সংহতির সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি

বিস্ফোরক মামলায় ‘জয় বাংলা’ কারাগারে

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কৃষকের জমিতে আ.লীগ নেতার চাতাল নির্মাণের অভিযোগ

মিঠাপুকুরে যুবকের হামলায় বড় ভাই নিহত

কাজে আসছে না ৩৪ লাখ টাকার সিগন্যাল

সিংড়া শালবনে আগুন, পুড়ে গেছে ৭ হেক্টর জমির বেতগাছ