দিনাজপুর শহরে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় নারীর (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উদ্ধার করা লাশের মাথা থেঁতলানো ছিল বলে সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
দিনাজপুরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা শাহ লাশ উদ্ধারের সংবাদ আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম দুপুরে মোবাইল ফোনে জানান যে, পৌর এলাকার মাতাসাগর ময়লার ভাগাড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার লাশ পড়ে আছে। পরে সেখানে পুলিশ পাঠানো হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে স্থানীয়রা ওই নারীর লাশ দেখার পর কেউ চিনতে পারেনি। লাশ শনাক্ত ও পরিচয় নিশ্চিত হওয়ার জন্য বেশ কিছু আলামত সিআইডি পুলিশের কাছে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গোলাম মাওলা শাহ আরও বলেন, প্রাথমিকভাবে এ বিষয়ে অপমৃত্যু মামলা করা হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে হত্যাকাণ্ড নিশ্চিত হওয়া গেলে তা মামলা হিসেবে নেওয়া হবে।
দিনাজপুর পৌরসভার ময়লার গাড়ির শ্রমিক রবিন পাল বলেন, ‘আমরা প্রতিদিন ময়লার গাড্ডায় ময়লা ভর্তি করে গাড়ি নিয়ে আসি। গাড়ি থেকে ময়লা ফেলার সময় হঠাৎ মানুষের পায়ের মতো কিছু দেখতে পাই। সঙ্গে সঙ্গে বিষয়টি মেয়র সাহেবকে জানানো হয়।’