নীলফামারী: উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। পানি বৃদ্ধি পাওয়ায় ব্যারেজের উজানে নদীর মধ্যবর্তী চরাঞ্চলে শুক্রবার সকাল থেকে পানি উঠতে শুরু করেছে। পানির চাপ কমাতে ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, ভোর ৬টায় ব্যারেজ এলাকায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। আজ সকাল ৯টায় পানির উচ্চতা বেড়ে গিয়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে থাকে। এ কারণে ব্যারেজের পানির চাপ কমাতে মূল নদীতে থাকা ৪৪টি গেট খুলে দেওয়া হয়।
তিনি জানান, শুক্রবার বিকেলে ৩টায় পানির উচ্চতা অপরিবর্তিত রয়েছে। উজানে ভারী বর্ষণ না হলে রাতের মধ্যে পানি মূল নদীতে নেমে আসবে।