ঠাকুরগাঁও পৌর শহরের টাঙ্গন নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের টাঙ্গন ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুর নাম সিহাব হোসেন (১০)। সে পৌর শহরের মুন্সিপাড়া মহল্লার সুমন সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে সিহাব তার এক সহপাঠীসহ টাঙ্গন ব্রিজের উত্তর পাশে নদীতে গোসল করতে নামে। এ সময় দুজনেই পানির নিচে তলিয়ে যায়। স্থানীয়রা সিহাবের বন্ধু ফাহিমকে উদ্ধার করলেও সিহাবকে দেখতে পায়নি। পরে ফাহিমের তথ্যমতে ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাখানেক চেষ্টার পর সিহাবকে উদ্ধার করে। তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।