লালমনিরহাটের আদিতমারীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল ওহাব (৩২) নামে এক স মিল ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আদিতমারী থানাসংলগ্ন আউট সিগন্যাল রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল ওহাব আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের বড়বাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
এলাকাবাসী জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে পাটগ্রাম থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি আদিতমারী রেলস্টেশন এলাকায় পৌঁছানোর আগে ১০০ গজ দূরে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। মাথা ও দুই পায়ে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী আব্দুল ওহাব। পরে তাঁকে উদ্ধার করে আদিতমারী উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আদিতমারী উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আশরাফুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।