Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

প্রতিনিধি, বিরামপুর (দিনাজপুর)

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে চলন্ত মোটরসাইকেলে ঢাকাগামী হানিফ পরিবহনের ধাক্কায় মাহাবুর রহমান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের জয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাবুর রহমান বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রেজাউল করিম এর ছেলে। নিহত ব্যক্তি ‘টোটাল এগ্রো সায়েন্স’ নামের একটি ওষুধ কোম্পানির বিরামপুর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম জানান, সকালে নিজ মোটরসাইকেল নিয়ে ওষুধ কোম্পানির কাজে ফুলবাড়ীতে যাচ্ছিলেন মাহাবুর রহমান। জয়নগর এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহন তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. আল-মাহমুদ শোভন বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মাহাবুর রহমান নামের এক ব্যক্তি চিকিৎসা নিতে আসে। আহত ব্যক্তির মাথা, বুক ও পায়ে আঘাত লেগেছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কাটা মাথা মিলল ৭ কিমি দূরে, সতিন গ্রেপ্তার

বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাংলাদেশি যুবককে মেরে লাশ নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৮

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সেই ‘বড় ভাই’ আটক

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ