Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

আদিতমারীতে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী

লালমনিরহাট প্রতিনিধি

আদিতমারীতে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী

লালমনিরহাটের আদিতমারীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী মতিয়ার রহমান কাচুয়া (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা-পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের তেলিটারী পশ্চিমপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে অভিমান করে রাতে না খেয়ে ঘুমিয়ে যান গৃহবধূ জাহানারা বেগম। আজ সকালেও অভিমান করে কিছু খাননি এবং ঘরের কোনো কাজকর্ম করেননি। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী মতিয়ার স্ত্রীকে জোরে ধাক্কা দেন। এ সময় গর্তে পড়ে গুরুতর আহত হন স্ত্রী জাহানারা। ঘটনার পরপরই তাঁর চিকিৎসার জন্য বাড়িতে স্থানীয় পল্লি চিকিৎসককে ডেকে আনা হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিজ বাড়ি থেকে মতিয়ারকে আটক করা হয়েছে।

এ বিষয়ে মতিয়ার রহমান বলেন, ‘মেয়ের সঙ্গে অভিমান করে রাত থেকে কিছু খায়নি জাহানারা। আজ সকালে ঘরের কোনো কাজও করেনি। তাই রাগের মাথায় আমার স্ত্রীকে ধাক্কা দেই। এতে সে গর্তে পড়ে অসুস্থ হয়ে পড়ে। পরে মারা যায়। কিন্তু আমি তাকে মারার জন্য ধাক্কা দেইনি।’

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম রফিক বলেন, মৃত গৃহবধূর গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি।

দিনাজপুরে নেসকোর গুদামঘরে আগুন, পুড়ল ১ ঘণ্টা ধরে

লালমনিরহাটে নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি

বিস্ফোরক মামলায় ‘জয় বাংলা’ কারাগারে

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কৃষকের জমিতে আ.লীগ নেতার চাতাল নির্মাণের অভিযোগ

মিঠাপুকুরে যুবকের হামলায় বড় ভাই নিহত