Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁও-১: বেলা দুইটার পর ফাঁকা হয়ে যায় ভোটকেন্দ্র

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-১: বেলা দুইটার পর ফাঁকা হয়ে যায় ভোটকেন্দ্র

ঠাকুরগাঁও-১ আসনের কোনো কোনো কেন্দ্রে আজ রোববার সকালে ভোটারদের দীর্ঘ লাইন ছিল। আবার কোথাও ছিল ছোট লাইন। তবে বেলা ১১টার পর থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কমতে থাকে। বেলা দুইটার পর থেকে কেন্দ্রগুলো এক প্রকার ভোটারশূন্য হয়ে যায়। 

তবে প্রিসাইডিং অফিসাররা বলছেন, সকাল থেকে বেলা দুটার মধ্যে কোথাও ৫০ শতাংশ আবার কোথাও ৩০-৩৫ শতাংশ ভোট কাস্টিং হয়। 

সদর উপজেলা দৌলতপুর সোলেমান খান বহুমুখি উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা আফতাব আরিফ বলেন, ভোটাররা মূলত সকালে ভোট দিয়ে গেছেন। এখন নিয়মানুযায়ী আমাদের থাকতে হচ্ছে। এ কেন্দ্রে দুই হাজার ৭৮৪ জন ভোটার রয়েছে। দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট গ্রহণ হয়েছে। 

জগন্নাথপুর উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর সালেহা বেগম নামের এক ভোটার বলেন, ‘দুপুরে ভোট দিতে গিয়ে দেখি আমি ছাড়া কেউ নাই। 
ফাঁকা ছিল লাইন। তাই ধীরে-সুস্থে ভোট দিয়েছি। আশা করি আমার পছন্দের প্রার্থী বিজয়ী হবেন।’ 

বেলা দুইটার পর জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের চিত্র । ছবি: আজকের পত্রিকাএ কেন্দ্রের নাম প্রকাশে অনিচ্ছুক এক আনসার সদস্য বলেন, ভোটের লাইনে ভিড় নাই তাই বসে আছি। বাঁশি কী বাজাব ভোটারই তো নাই। 

কেন্দ্রটির দায়িত্বরত প্রিসাইডিং অফিসার ময়দুল ইসলাম রনি বলেন, এখানে দুই হাজার ১৯৪ জন নারী ভোটার রয়েছেন। বেলা দুটা পর্যন্ত ৩০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। 

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও কেন্দ্রগুলোতে নৌকার ও কয়েকটি কেন্দ্রে লাঙ্গল এবং ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্ট দেখা গেলেও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী ও ইসলামী ঐক্যজোট প্রার্থীর পোলিং এজেন্ট চোখে পড়েনি।

‘রামদা জাহাঙ্গীর’কে পিটুনি দিয়ে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

উলিপুরে সড়ক দুর্ঘটনায় ২ কলেজশিক্ষার্থী নিহত

স্কুলছাত্রী ধর্ষণের মামলায় গ্রেপ্তার শিক্ষককে আদালত চত্বরে মারধর

পঞ্চগড়ে কাজের সন্ধানে এসে ভারতীয় নাগরিক আটক

‘ইউএনও–ডিসিকে সামলাতে হচ্ছে’ বলে চাঁদা দাবি করা বৈষম্যবিরোধী নেতাকে অব্যাহতি

ঠিকাদারের কাছে ৬% ঘুষ চাইলেন প্রকৌশলী

কাটা মাথা মিলল ৭ কিমি দূরে, সতিন গ্রেপ্তার

বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাংলাদেশি যুবককে মেরে লাশ নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৮