Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

উত্তরাঞ্চল থেকে ৪ উপদেষ্টা নিয়োগ দাবিতে ফের রংপুরে মহাসড়ক অবরোধ

রংপুর প্রতিনিধি

উত্তরাঞ্চল থেকে ৪ উপদেষ্টা নিয়োগ দাবিতে ফের রংপুরে মহাসড়ক অবরোধ
উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবি ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা। ছবি: আজকের পত্রিকা

উত্তরাঞ্চল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রংপুরের ছাত্র-জনতা। দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করায় দুর্ভোগে পড়েন শত শত যানবাহনের যাত্রীরা।

দাবি আদায় না হলে ঢাকার সঙ্গে উত্তরের ১৬ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন করতে রেলপথ ও সড়ক অবরোধসহ রংপুর বিভাগ অচল করার মতো কর্মসূচি ঘোষণার হুমকি দেন আন্দোলনকারীরা।

আজ বুধবার বেলা ২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মর্ডাণ মোড়ে সড়ক অবরোধ করে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লালবাগের সামনে জড়ো হন। সেখান থেকে তারা মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) হয়ে মডার্ন মোড়ে যান।

একই দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলেও আন্দোলনকারীরা ছাত্র-জনতার ব্যানারে মহাসড়ক অবরোধ করেছিলেন। দুদিনে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগসহ তিন দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো—সুষম উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে দুজন করে চারজন উপদেষ্টা নিয়োগ করতে হবে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য করা যাবে না; সেই সঙ্গে প্রত্যেক উপদেষ্টাকে কার্যক্রমের অগ্রগতি সাপ্তাহিকভাবে জনসমক্ষে প্রকাশ করতে হবে, বিতর্কিত ও জুলাই বিপ্লবকে ধারণ করেন না, এমন কোনো উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারে রাখা যাবে না; নীতি প্রণয়নে উত্তরবঙ্গের বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের পরামর্শ নিতে হবে।

বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের সমন্বয়ক আশফাক আহমেদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ১৩ জন চট্টগ্রাম বিভাগের হলেও উত্তরাঞ্চলের ১৬ জেলা থেকে একজনকেও নেওয়া হয়নি। এটা রংপুর ও রাজশাহী বিভাগের সঙ্গে বৈষম্য হচ্ছে। অন্তর্বর্তী সরকার এভাবে চললে আঞ্চলিক বৈষম্য আরও বাড়বে। তাই আমরা চাই অতি দ্রুত রংপুরসহ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নেওয়া হোক।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের অন্যতম সমন্বয়ক ইমরান আহমেদ বলেন, ‘২৪’ এর গণ-অভ্যুত্থানের সূতিকাগার রংপুর। রংপুরের বীর সন্তান আবু সাঈদের রক্তের বিনিময়ে জুলাই গণ-অভ্যুত্থানের শুরু হয়েছিল এই রংপুরের মাটি থেকেই। ১০ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রংপুরে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন রংপুর হবে দেশের সেরা এক নম্বর জেলা। কিন্তু রংপুর অঞ্চলের জনগণের হয়ে কথা বলার সরকারে একজনও উপদেষ্টা নেই। আবু সাঈদের জন্মভূমি রংপুরকে চরম অবহেলা করা হচ্ছে। উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের আশ্বাস ও উপদেষ্টা নিয়োগ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনসহ উত্তরাঞ্চলের যোগ্য একাধিক ব্যক্তিকে উপদেষ্টা করার দাবি জানান। এ সময় তারা ‘বৈষম্য বন্ধ কর’, ‘আখতার হোসেনকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই’ সহ নানা স্লোগান দেন। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করে পরে কর্মসূচি শেষ করেন বিক্ষোভকারীরা।

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। মুহূর্তেই শিক্ষার্থীদের আন্দোলন গণ-আন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।

উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবি ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করা হয়। ছবি: আজকের পত্রিকা

এরপর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। সর্বশেষ ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারে যুক্ত হন নতুন তিন উপদেষ্টা। তবে উপদেষ্টা পরিষদের আকার বাড়লেও স্থান পায়নি আবু সাঈদের রংপুর অঞ্চলের কেউই। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। এমনকি ক্ষোভ জানিয়ে পোস্ট দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। এ নিয়ে গত সোম ও মঙ্গলবার রংপুরে বিক্ষোভ সমাবেশ হয়।

শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতার ওপর হামলা

খানসামায় বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

বিএনপির নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ

হাবিপ্রবিতে ৫ কর্মকর্তা-শিক্ষার্থীকে পুলিশে দিলেন বৈষম্যবিরোধীরা

মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দেয় অবস্থা কতটা ভয়াবহ: দুদু

রংপুরে হেজবুত তাওহীদ ও স্থানীয় জনতার সংঘর্ষ-আগুন, নেতৃত্বে আ. লীগ নেতা

স্কুল থেকে বিদায়ের আগের দিনেই চিরবিদায়

বৃদ্ধাকে এসিড নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে ‘সন্দেহজনক’

২০০ বছরের মাঠ কেটে পুকুর, উজাড় গাছও