খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া আদর্শ উচ্চবিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার। এ সময় তিনি ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি ও গণিত বিষয়ে ক্লাস নেন।
আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ক্লাস রুটিনের ষষ্ঠ ঘণ্টায় ইউএনও কামরুজ্জামান সরকার ক্লাস নেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য দেন এবং ক্রীড়াসামগ্রী প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টংগুয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক ও কর্মচারীরা।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরফিন আক্তার বলে, ‘আমাদের স্কুলে অল্প সময়ের জন্য হলেও ইউএনও স্যারকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা আনন্দিত। নিয়মিত লেখাপড়া করে বড় হওয়ার জন্য উৎসাহ দিয়েছেন তিনি।’
টংগুয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, ‘ইউএনও স্যার স্কুলের সার্বিক বিষয়ে পরিদর্শনে এসে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ক্লাস নিয়েছেন। স্যারকে এভাবে পেয়ে সবাই খুশি। শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হয়েছে। সেই সাথে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছেন।’
এ বিষয়ে ইউএনও মো. কামরুজ্জামান সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘টংগুয়া উচ্চবিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে ভালো লেগেছে। দেশ ও দশের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই; তাই তাদের নানা বিষয়ে পরামর্শ দিয়েছি। এ ছাড়া বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংস্কার ও শিক্ষার্থীদের প্রয়োজনে উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।’
উল্লেখ্য, ৫ জানুয়ারি খানসামার ইউএনও হিসেবে মো. কামরুজ্জামান সরকার যোগদানের পর থেকেই বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ও ক্লাস নিচ্ছেন।
দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া আদর্শ উচ্চবিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার। এ সময় তিনি ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি ও গণিত বিষয়ে ক্লাস নেন।
আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ক্লাস রুটিনের ষষ্ঠ ঘণ্টায় ইউএনও কামরুজ্জামান সরকার ক্লাস নেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য দেন এবং ক্রীড়াসামগ্রী প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টংগুয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক ও কর্মচারীরা।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরফিন আক্তার বলে, ‘আমাদের স্কুলে অল্প সময়ের জন্য হলেও ইউএনও স্যারকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা আনন্দিত। নিয়মিত লেখাপড়া করে বড় হওয়ার জন্য উৎসাহ দিয়েছেন তিনি।’
টংগুয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, ‘ইউএনও স্যার স্কুলের সার্বিক বিষয়ে পরিদর্শনে এসে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ক্লাস নিয়েছেন। স্যারকে এভাবে পেয়ে সবাই খুশি। শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হয়েছে। সেই সাথে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছেন।’
এ বিষয়ে ইউএনও মো. কামরুজ্জামান সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘টংগুয়া উচ্চবিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে ভালো লেগেছে। দেশ ও দশের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই; তাই তাদের নানা বিষয়ে পরামর্শ দিয়েছি। এ ছাড়া বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংস্কার ও শিক্ষার্থীদের প্রয়োজনে উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।’
উল্লেখ্য, ৫ জানুয়ারি খানসামার ইউএনও হিসেবে মো. কামরুজ্জামান সরকার যোগদানের পর থেকেই বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ও ক্লাস নিচ্ছেন।
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ফারাবি এক্সপ্রেস নামের একটি মিনিবাস দুর্ঘটনায় সাতজন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যার কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। প্রতিবেদনে দুর্ঘটনার সম্ভাব্য পাঁচটি কারণ তুলে ধরা হয়েছে। এ ছাড়া তা নিরসনে ১৪টি সুপার
২ মিনিট আগেএকাধিক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক খাদ্যমন্ত্রী
১০ মিনিট আগেসামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ঘুরছে। তাতে দেখা যাচ্ছে, কবি রফিক আজাদের ছবিসংবলিত বাড়ি। যেখানে তিনি ২৯ বছর ধরে বাস করেছেন। দারুণ সব কবিতা লিখেছেন। আছে তাঁর দিনযাপনের স্মৃতি। সেই বাড়িটির পাশের একটি অংশ বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
১৬ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়িচালক আব্দুল মালেকের ৫ বছর এবং ৫ স্ত্রী নার্গিস বেগমকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক জাকারিয়া হোসেন এ রায় দেন।
১৮ মিনিট আগে